এক চুক্তির আওতায় ইজরায়েলের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ২৬২ টি ‘বারাক’ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আর এ জন্য নয়াদিল্লি ১৪ কোটি ৩০ লাখ ডলার মূল্য শোধ করবে।
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘এলআর-এসএএম’-এর উন্নয়নের এক কর্মসূচীতেও অংশ নিচ্ছে ইসরাইল। এ জন্য ভারতের খরচ হবে ৪২ কোটি ৪০ লাখ ডলার। এইসব ক্ষেপণাস্ত্র ভারতের যুদ্ধ-জাহাজগুলোতে মোতায়েন করা হবে। এ ছাড়াও বর্ণবাদী ইসরাইল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ভারতের মাঝারি পাল্লার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের প্রকল্পে অংশ নিচ্ছে। এ প্রকল্পের জন্য ব্যয় হবে ১৬০ কোটি ডলার।
এদিকে ভারতের সামরিক ক্রয় পরিষদ আরো তিনটি সামরিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগে সম্মতি দিয়েছে। এইসব চুক্তির প্রথমটিতে ২০০ কোটি ডলার মূল্যের সাবমেরিন বা ডুবোজাহাজ-বিধ্বংসী ১৫টি যুদ্ধ-জাহাজ, দ্বিতীয়টিতে ২৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের দু’টি সাবমেরিন এবং তৃতীয়টিতে ৪ কোটি ৯০ লাখ ডলার মূল্যের ৪১টি হেলিকপ্টার কেনার কথা রয়েছে। তবে এইসব অস্ত্র সংগ্রহের জন্য ভারত কার শরণাপন্ন হবে তা এখনও স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ ইজরায়েল। প্রতি বছর ভারতকে অস্ত্র সরবরাহের জন্য ১০০ কোটিরও বেশি ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করছে দেশটি।