মার্চ মাসের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মার্চ মাসের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মার্চ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, যারা ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।

রোববার আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ আশরাফ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন কালো দিবস ও ৩০ মার্চ স্বৈরাচার পতন দিবসের কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বিএনপি কখনো গণতন্ত্রেন বিশ্বাস করে না। এই দলটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক তা চায় না।’

মার্চ মাসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ৩০ মার্চ স্বৈরাচার পতন দিবস। ঢাকাসহ সারাদেশে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর প্রতি নির্দেশ দেন।

রাজনীতি