তৃতীয়বারের মতো সরকার গঠন করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিখা অনির্বাণে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।
শিখ অনির্বাণে ফুল দিয়ে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এসময় তারিক আহমেদ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।