আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অন্যতম জেলার পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল জামিলা বায়াজ। তিনিই কাবুলে প্রথম নারী পুলিশপ্রধান।
এদিকে দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পুলিশের পেশায় বায়াজের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাবুল দপ্তরে দায়িত্বরত ছিলেন। কাবুলের প্রথম পুলিশ জেলার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দেশটির নারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠত্ব অর্জন করলেন।
আফগানদের জন্য গুরুত্বপূর্ণ এই বছরে বায়াজের এ দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এ বছর সেখানে গুরুত্বপূর্ণ উপনির্বাচন এবং দেশটি থেকে ন্যাটোর যুদ্ধ সেনা প্রত্যাহার শুরু হবে।