সন্ত্রাস, দুর্নীতি দমন ও বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তৃতীয় বারের মতো সরকার গঠন করার পর ঐদিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আসেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছেই বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিউগলে বেজে উঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
দুপুর ২টায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সিনিয়র নেতা, মন্ত্রী পরিষদ সদস্য ও নব নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর কবরের বেদীর পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরিদর্শন বইতে স্বাক্ষর করার সময় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রীর দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে।
এসব কর্মসূচিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খোন্দকার মোশারফ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, রেলমন্ত্রী মুজিবুল হক, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী সাইদুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৌ শিং, যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ পরিষদের সদস্য, নব নির্বাচিত সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ১১টায় টুঙ্গিপাড়া আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তিনি দুপুর ১টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।