আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪০ জন  আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির মুড়াকরি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর মধ্যে প্রায় এক যুগ ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

বুধবার সকালে মুড়াকরি গ্রামের পাশে টিক্কা খান কোনার বিল সেচ প্রকল্পের ব্যবস্থাপক ও লিয়াকত আলী গ্রুপের নেতা মাহফুজ মিয়াকে জমিতে সেচ দিতে বলে প্রতিপক্ষের লোকজন। এ সময় এডভোকেট মাছুম মোল্লা গ্রুপের নেতা গিয়াস উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটির জের ধরে উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে মুড়াকরি গ্রামে উভয় নেতার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, দুই নেতার মধ্যে পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলা সংবাদ বাংলাদেশ