ফেসবুক বন্ধু ও টুইটার ফলোয়ারের সংখ্যার ওপর ভিত্তি করে যদি আপনার বন্ধুদের অবস্থা নির্ণয় করতে বসেন তাহলে আপনি ভুল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিস্তৃতির পরও বাস্তবে মানুষের বন্ধু সংখ্যা একই থাকছে। কারণ বাস্তবে অল্প কয়েকজন মানুষই কারো ভালো বন্ধু হতে পারে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণার ভিত্তিতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গবেষণায় উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেক ছবি ও পোস্ট দিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় বা কথাবার্তা হলেও বাস্তবে কারো যে কয়েকজন বন্ধু থাকে অনলাইনেও তাই থাকে। বাস্তবে এ সংখ্যা পাঁচ থেকে আটজন হয়ে থাকে।
গবেষক ফেলিক্স রিড-থচাস বলেন, ‘সামাজিক যোগাযোগ এখন সবচেয়ে সহজ। তারপরও এটা বোঝা যায় যে, আমাদের আবেগগতভাবে ঘনিষ্ঠ বন্ধু গ্রহণ করার ক্ষমতা আগের মতোই আছে।’
ফেলিক্স আরো বলেন, ‘এ সংখ্যাটি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। সব ক্ষেত্রেই ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে প্রত্যেকে অল্প কয়েকজনের সঙ্গেই সম্পর্ক রক্ষা করতে সক্ষম। এ কারণে পুরনো কোনো ঘনিষ্ঠ বন্ধুকে বাদ দিয়েই নতুন ঘনিষ্ঠ বন্ধু গ্রহণ করে মানুষ।’
এ গবেষণার জন্য ১৮ মাস ধরে যুক্তরাজ্যের ২৪ জন শিক্ষার্থীকে নিয়ে গবেষণাটি করা হয়। এ সময় তাদের মোবাইল ফোনসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়।