টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেভিন পিটারসন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেভিন পিটারসন

ইংল্যান্ডের টেস্ট দলে কেভিন পিটারসনের ভবিষ্যত নিয়ে সংশয় থাকলেও হার্ড হিটিং অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি ২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বুধবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে পিটারসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের এ্যাশেজ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারী ইংল্যান্ড। কিন্তু সেই সিরিজে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া সত্ত্বেও পিটারসন সমলোচকদের তোপের মুখে পড়েন। চলতি মাসের শুরুতে কোচ এন্ডি ফ্লাওয়ারও এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছিলেন দলকে নতুনভাবে সাজানোর তাগিদেই তিনি আর পিটারসনকে দলে চান না। অধিনায়ক এলিস্টার কুকও পিটারসনের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপর আরেকবার নির্বাচকরা আস্থা রেখে প্রমাণ করলেন আন্তর্জাতিক ক্যারিয়ারকে সহসাই বিদায় জানাচ্ছেন না কেভিন।

এদিকে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

স্কোয়াড : স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক),মইন আলী, জোনাথন ব্যারিস্টো, গ্যারি ব্যালেন্স, রবি বোপারা, স্কট বর্থিক, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জোস বাটলার, মাইকেল কারবেরি, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, হ্যারি গারনে, এ্যালেক্স হলস, ক্রিস জর্ডান, ক্রেইগ কিয়েসোয়েটার, মাইকেল লাম্ব, এউইন মরগ্যান, গ্র্যাহাম ওনিয়ন্স, স্টিভ প্যারি, সামিত প্যাটেল, কেভিন পিটারসন, বয়েড রানকিন, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল, জেমস ভিনসে, ক্রিস ওকস, লিউক রাইট

খেলাধূলা