৪২ দিন পর আজ বুধবার জাতীয় পার্টির (জাপা) বনানী কার্যালয়ে গেলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দুপুর ১টা ৪০ মিনিটে তিনি বনানী কার্যালয়ে পৌঁছান।
এরশাদ কার্যালয়ে যাচ্ছেন- এ খবর পেয়ে তার পৌঁছানোর আগেই জাপার নেতাকর্মীরা বনানী কার্যালয়ে উপস্থিত হন।
এর আগে গত ৩ ডিসেম্বর এরশাদ বনানীর পার্টি অফিসে এসেছিলেন। সেদিন তিনি কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে করে দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দ্রুত কার্যালয় ত্যাগ করেছিলেন।
কার্যালয় থেকে চলে যাওয়ার পর ২৬ ঘণ্টা আত্মাগোপনে থেকে বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজ বাসভবনে ফেরেন তিনি।
গত ১২ ডিসেম্বর তাকে অসুস্থ দেখিয়ে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকেই সাংবাদিকদের এড়িয়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।১২ জানুয়ারি নবগঠিত মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাসায় ফেরেন সাবেক এই রাষ্ট্রপতি।