পিতা তোমার কাছে আমার প্রতিজ্ঞা, তোমার ত্যাগ বৃথা যেতে দেবো না। তোমার দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তুলবই ইনশাল্লাহ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে উক্ত কথাই লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর আজ বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।পরিদর্শন বইতে তিনি লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা জাতি হিসাবে মর্যাদা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, তার প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আত্মত্যাগকারী মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় আসেন। পরে পিতার সামধী সৌধে পৌঁছে বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় জাতীয় ও প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন করা হয়। বেজে ওঠে সশন্ত্র বাহিনীর বিউগল। তিন বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম জানায়।পরে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা দাঁড়িয়ে ছিলেন। এরপর আওয়ামী লীগ প্রধান হিসাবে শেখ হাসিনা মন্ত্রী পরিষদ ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরও দুইটি মাল্যদান করেন। এসময় অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মাল্যদান শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাল্যদান করেন।