পৃথিবীর সবচেয়ে ছোট অমূল্য পদ্ম ফুল গাছ- চুরি

পৃথিবীর সবচেয়ে ছোট অমূল্য পদ্ম ফুল গাছ- চুরি

পৃথিবীর সবচেয়ে দুর্লভ গাছ সমূহের একটি ছোট অমূল্য পদ্ম ফুল গাছ! সম্প্রতি লন্ডন থেকে এই দুর্লভ গাছ চুরি হয়ে গেছে।

লন্ডনের Royal Botanic Gardens at Kew থেকে বৃহস্পতিবার এই দুর্লভ ফুল গাছ চুরি হয়ে যায়। Kew এর বাগান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কোন বাগান যেখানে এই বিরল প্রজাতির পদ্ম গাছ এর চাষ হয়। এই গাছ বেড়ে উঠার জন্য বিশেষ তাপমাত্রার দরকার হয় যা প্রকৃতিতে বর্তমানে পর্যাপ্ত নেই ফলে দিনে দিনে এই গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

প্রাকৃতিক পরিবেশে সর্বশেষ এই গাছ দেখা গিয়েছিল ১৯৮৭ সালে। এর পর এর জন্য পর্যাপ্ত আবহাওয়া অনিশ্চিত হয়ে যাওয়াতে প্রকৃতিতে বিরল প্রজাতির এই ছোট পদ্ম আর পাওয়া যায়নি।

বর্তমানে লন্ডনের Kew বোটানিক্যাল বাগানে মাত্র ৩০টি ছোট পদ্ম ফুলের গাছ রয়েছে তবে চুরি হয়ে যাওয়া গাছটিতেই কেবল সাদা রঙের ফুল ফুটে। সাদা ফুলে হলুদ রঙের পুস্পস্থবক ছিল। সম্পূর্ণ ফুলটি মানুষের হাতের নখের চেয়ে সামান্য বড়। এই বিরল প্রজাতির পদ্ম গাছ ভবিষ্যতে বংশ বিস্তার করতে হলে অবশ্যই এতে ফুল আসতে হবে। বিজ্ঞানিরা খুব কষ্টে আবহাওয়া নিয়ন্ত্রণ করে অবশেষে কেবল এই একটি গাছেই ফুল আনতে সক্ষম হয়েছিলেন।

ফুল সহ গাছটি চুরি যাওয়ার বিষয়ে স্থানীয় বাগানের গবেষকরা বলেন, “এসব গাছ আলাদা আলাদা পটে বিশেষ তাপমাত্রা এবং অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে চাষ করা হচ্ছিল, যে বা যারা এই কাজ করেছে তাদের ধারণা নেই তারা কি অমূল্য সম্পদ চুরি করেছে। যে উদ্দেশ্য নিয়েই চুরি করা হউক না কেন চোরদের পক্ষে বিরল এই গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হবেনা।”

অন্যান্য আন্তর্জাতিক