যেমন ভাবে আফগানিস্তান থেকে আমেরিকাকে বিতাড়িত করা হয়েছে, সেভাবেই কাশ্মীর থেকে ভারতকে বিতাড়িত করতে হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ মহম্মদ সাইদ। ইসলামাবাদের একটি স্থানীয় ওয়ার্কশপে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন জামাত প্রধান।
হাফিজ বলেন, “আমেরিকা আফগানিস্তান ছেড়ে যেতে চায়নি। কিন্তু যেতে বাধ্য করা হয়েছে। মধ্য এশিয়ায় ওদের অনেক পরিকল্পনা ছিল। আমেরিকা আফগানিস্তানকে নিজেদের ঘাঁটি বানিয়ে পরে টার্গেট বানাতে চেয়েছিল। আল্লাহ সদয় হলে একদিন ভারতও পাকিস্তান ছাড়তে বাধ্য থাকবে।”
২০০৮ সালে মুম্বাই হামলার জন্য হাফিজকেই দায়ী করে ভারত। তাঁর গ্রেফতারের ওপর ১ কোটি টাকার বাজি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। নব্বইয়ের দশকে ভারতে সংঘটিত বিভিন্ন হিংসাত্মক ঘটনার পিছনেও হাফিজ গঠিত লস্কর-ই-তইবার হাত রয়েছে বলেই মনে করে ভারত।