ট্রিপল সেঞ্চুরি পাবার আশা শামসুরের

ট্রিপল সেঞ্চুরি পাবার আশা শামসুরের

ডাবল সেঞ্চুরি পর্যন্ত কোনো সুযোগই দেননি প্রতিপক্ষকে। উইকেটের চারদিকে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মৌসুমের এবং নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন শামসুর রহমান শুভ। আজ এটা ট্রিপল সেঞ্চুরি হতেও পারে। কেননা জাতীয় দলের এই ওপেনার ব্যাট করছেন ২২৯ রানে। অবশ্য ইনিংসটি থেমে যেতে পারত আরও ১০ রান আগে। যদি না মুমিনুল হক ক্যাচটি ফেলে না দিতেন। জীবন পেয়ে এখন নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন শামসুর। স্বপ্ন এখন ট্রিপল সেঞ্চুরি। গত নভেম্বরে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস। তার ওই ইনিংসে প্রথমবারের মতো ঘরের মাঠে তিনশ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড গড়ে বাংলাদেশ। মাঝে গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন। তাই বিজয় দিবশ টি-২০ টুর্নামেন্টের শুরুতে খেলতে পারেননি। পরের ম্যাচগুলো খেলেন। শ্রীলঙ্কা সিরিজে প্রাক প্রস্তুতি টুর্নামেন্টে খেলতে নেমে গতকাল ২২৯ রানের নান্দনিক ইনিংস খেলেন ২৬০ বলে ২৪ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে। আত্দবিশ্বাসী শামসুর প্রথম থেকেই আক্রমণাত্দক ব্যাটিং করতে থাকেন। ইনিংসের প্রথম ৫০ রান করেন মাত্র ২৬ বলে। সেঞ্চুরি করেন ৮৬ বলে। তবে পরের দুটি পঞ্চাশ করেন একটু ধীরলয়ে। ১৫০ রান করেন ১৬৬ বলে এবং ডাবল সেঞ্চুরি ২৩৩ বলে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে উচ্ছ্বসিত, ‘ডাবল সেঞ্চুরি করে খুব ভালো লাগছে। এটাকে আমি আরও দীর্ঘায়িত করতে চাই। আমার প্রথম টার্গেট আড়াইশ। আড়াইশ করার পর আমি খেলব ট্রিপল সেঞ্চুরির জন্য।’ শুরু থেকে আক্রমণাত্দক ব্যাটিং করলেও ভাবেননি ডাবল সেঞ্চুরির কথা। স্কোরবোর্ডে দেড়শ করার পর ডাবল সেঞ্চুরির কথা মাথায় আসে বলেন শামসুর, ‘ডাবল সেঞ্চুরির কথা আমি শুরুতে ভাবিনি। দেড়শ রান হওয়ার পর আমি চিন্তা করেছি ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে।’ ১৮৫ রানে পঞ্চম উইকেটের পতনের পর নুরুল হাসান সোহানকে নিয়ে ১৫৫ রান যোগ করেন তিনি। সোহান মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। সোহান সেঞ্চুরি না পাওয়ায় কষ্ট পেয়েছেন শামসুর, ‘সোহান খুব ভালো ব্যাট করেছে। সেঞ্চুরি পাওয়া উচিত ছিল তার।’ আর কয়েকদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

 

 

খেলাধূলা