রাজধানীর শনিরআখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া এক শিশু আহত হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ি থানার এসআই বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জনান, শনিরআখড়ার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঢাকা থেকে সোনাপুরগামী একটি বাসের সাথে সড়কের রং সাইট দিয়ে আসতে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় অটোরিক্সায় থাকা এক অজ্ঞাতনামা মহিলা (৪০) ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত খলিল (৬০) এবং মায়া (৪০) কে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও একটি প্রতিবন্ধি শিশু গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থানায় রয়েছে।
ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত মায়া একজন কাপড় ব্যবসায়ী এবং রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। আর খলিল রায়েরবাগের বাসিন্দা এবং তিনি টিকাটুলী শহীদনবী স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ঢামেকের মর্গে গিয়ে খলিলের লাশ শনাক্ত করেন।