নির্বাচনে জনগণ মত প্রকাশের সুযোগ পায়নি: মজিনা

নির্বাচনে জনগণ মত প্রকাশের সুযোগ পায়নি: মজিনা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, গত ৫ই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ মতামত প্রকাশের সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র এখনও আশা করে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই একটি সমঝোতায় আসতে পারবে। আজ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শেষে মজিনা এসব কথা বলেন। গুলশানের একটি হোটেলে বিকালে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইইউর আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, যে কোন মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা কারো কাম্য হতে পারে না। কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রোডেন সাংবাদিকদের বলেন, সংঘাত, সহিংসতা বন্ধ করে সংলাপে বসার জন্য সরকার ও বিরোধী দল উভয়কেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, জনগণ চাইলে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে পারে। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান ও ঢাবির আইন অনুষদের সাবেক ডীন বোরহান উদ্দিন। অপরদিকে, বিদেশী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্টদূত ড্যান মজিনা, ইউরোপিয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা। এছাড়া কানাডা, জার্মান, ব্রাজিল, ইটালি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্পেন, শ্রীলংকা, সিঙ্গাপুর, ভ্যাটিকান, অস্ট্রেলিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়ায়, ইন্দোনেশিয়া ও নেদাল্যান্ডের পক্ষে এ দেশগুলোর হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও রাষ্টদূতরা এবং ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারি বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপি নেতা শমসের মবিন সাংবাদিকদের জানান, বিএনপি সংলাপের পক্ষে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

অন্যান্য আন্তর্জাতিক