পরিবেশের ক্ষতি সাধনের দায়ে নারায়ণগঞ্জের দুটিসহ তিন শিল্পপ্রতিষ্ঠানকে ৯২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রোববার পরিবেশ অধিদফতরের সদর দফতরে ওই তিন কারখানা মালিকের উপস্থিতিতে শুনানি শেষে এ দ- দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে অবস্থিত ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাল শ্রেণিভুক্ত এই প্রতিষ্ঠানটি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইতোমধ্যে ৯৫ ভাগ অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এভাবে প্রতিষ্ঠানটি চালু হলে ভবিষ্যতে বাতাসে ভাসমান ক্ষতিকারক বস্তুকণার পরিমাণ বেড়ে যাবে এবং আশেপাশের লোকজন শ্বাস কষ্টজনিত রোগে ভুগবে।
এদিকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতীত এবং পর্যাপ্ত পরিমাণ ডাস্ট কালেক্টর না থাকার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নওয়াব আবদুল মালেক জুট মিলস (বিডি) লিমিটেডকে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার ইটিপি সঠিকভাবে পরিচালনা না করার দায়ে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার আয়মান টেক্সটাইল এন্ড হোঁসিয়ারি লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক ও প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।