সুফিয়ার বুদ্ধিমত্তায় উদ্ধার হলো ছিনতাইকৃত ১৬ লাখ টাকা –

সুফিয়ার বুদ্ধিমত্তায় উদ্ধার হলো ছিনতাইকৃত ১৬ লাখ টাকা –

নেত্রকোনার আটপাড়া উপজেলার যাদবপুর গ্রামের মধ্য বয়সী নারী সুফিয়া বেগমের ফোন পেয়ে ছিনতাইকারীদের আটক করে তাদের কাছ থেকে ছিনতাইয়ের প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করেছে গ্রামবাসী। রোববার সন্ধ্যার এ ঘটনা ঘটে।

পরে গ্রামের সাধারণ মানুষ আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের ছিনতাইকারী রুবেলকে (২২) পুলিশে সোপর্দ করে। রুবেলের স্বীকারোক্তিতে রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আরো পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে।

আটকৃতরা হলেন মো. রফিক (৩৫), শাহীন (২০), সোহাগ (২৩), সোহাগ মিয়া (২৩), আলমগীর (২৫)।

পুলিশ জানায়, নেত্রকোনা তেরীবাজার এলাকার নবনিযুক্ত যুব ক্রীড়া  উপমন্ত্রী আরিফ খান জয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আজাদ সুপার মার্কেটের জয় টেলিকমিউনিকেশনের কর্মকর্তা আরিফ আহমেদ ২৫ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে বিতরণের জন্যে আটপাড়া উপজেলায় যাচ্ছিলেন।

রোববার সন্ধ্যায় নেত্রকোনা-আটপাড়া সড়কের উজিয়াখালী ব্রিজের কাছে পৌঁছালে তিনটি মটরসাইকেলেযোগে ছয়/সাত জন ছিনতাইকারী ব্যারিকেড দিয়ে ১৫ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে। এ সময় কাছাকাছি উপস্থিত থাকায় সুফিয়া বেগম ঘটনা জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের মো. এন্টাস মিয়া ও সালামসহ নিকটবর্তী গ্রামের সাধারণ মানুষকে জানিয়ে দেন। তাদের সহযোগিতায় গ্রামবাসী ছিনতাইকরীদের আটক করে এই টাকা উদ্ধার করে। পরে গ্রামের সাধারণ মানুষ আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের ছিনতাইকারী রুবেলকে (২২) পুলিশে সোপর্দ করে।

নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার জানান, এ ঘটনায় রুবেলসহ ছয় ছিনতাইকারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা সংবাদ বাংলাদেশ