বহুদিন পর আজ জনগণের জন্য একটি সুখবর রয়েছে। আর তা হলো আজ সোমবার থেকে অবরোধ-হরতাল থাকছে না। তবে এই সুখবর কয়দিন বলবত থাকবে তা এখনও আমরা নিশ্চিত করতে পারছি না।
খবরে প্রকাশ, নির্বাচন বাতিলের দাবিতে ডাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামীকাল সোমবার থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। এতে টানা হরতাল ও অবরোধে বিপাকে পড়ে যাওয়া উদ্যোক্তা, শ্রমিক ও সাধারণ জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন! গত প্রায় দু’মাস ধরে অবরোধ, হরতাল ও সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে উদ্যোক্তারা বিপাকে পড়ে যান। সরকার ও বিরোধী দল নিজেদের অবস্থানে অনড় থেকে কর্মসূচি পরিচালনা করায় দেশের মানুষ চরম হতাশ হয়ে পড়েন। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় শিল্প উদ্যোক্তারা পর্যন্ত চরমভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন। এ অবস্থায় অবরোধ স্থগিতের ঘোষণা জনমনে স্বস্তি এনে দিয়েছে- এটিকে সুখবর হিসেবেই নিচ্ছেন সাধারণ জনগণ!
গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান জানিয়েছেন, সোমবার ৬টা থেকে অবরোধ থাকছে না। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে। আজ রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণায় দেশের উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা কামনা করছেন, দেশের স্বার্থে সহিংসতামূলক কর্মকাণ্ড যেন ফের না আসে। গত কয়েক মাস ধরে দফায় দফায় হরতাল আর অবরোধে ইতিমধ্যে শিল্প উৎপাদন, শিক্ষা ব্যবস্থা ও দেশের সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্যোক্তা ও শ্রমিকসহ সাধারণ জনগণের মধ্যে নাভিশ্বাস উঠে গেছে। এ অবস্থায় রাজনৈতিক সহিংস কর্মসূচি বন্ধ না হলে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি আরো নাজুক হয়ে ভেঙ্গে পড়বে বলে মনে করছেন সকলেই।
সমঝোতার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এমন আশা সকলের। সব আশংকা যেনো দূর হয়ে আবারও শান্তির পথে ধাবিত হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ- সেই প্রত্যাশা এদেশের শান্তিকামি প্রতিটি মানুষের।