জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি সুস্থ আছি। তবে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যাচ্ছি। শিগগির ফিরব।’দীর্ঘ এক মাস সিএমএইচে চিকিৎসাধীন অবস্থা থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।রোববার রাত ৬ টা ৪৩ মিনিটে একটি কালো রঙ্গের গাড়িতে করে বারিধারার তার নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি।এর আগে বিকালে দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন জাপা চেয়ারম্যান।
গতকাল শনিবার বেলা ১২টা ১০ মিনিটে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ নেন তিনি। শপথ শেষে ফের তাকে নেওয়া হয় সিএমএইচে।
সদ্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ পাওয়া এরশাদ সংসদে যাবেন কি না, বঙ্গভবনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ইলেকশনে যখন এসেছি, তখন পার্লামেন্টে অবশ্যই যাব।’ মন্ত্রিসভা কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালোই হয়েছে।’ অবশ্য এরশাদপত্নী ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গণমাধ্যম এড়িয়ে বঙ্গভবন ত্যাগ করেন। এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এরশাদকে আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। নানা নাটকীয়তার পর আজ তিনি বাসভবনে ফিরলেন। বারিধারার প্রেসিডেন্ট পার্কে ছেলে এরিক এরশাদ ও কয়েকজন কর্মচারীকে নিয়ে বসবাস করেন সাবেক এই রাষ্ট্রপতি।