সরকারের ৫ বছর মেয়াদ পূর্ণ করব: আশরাফ

সরকারের ৫ বছর মেয়াদ পূর্ণ করব: আশরাফ

সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে বলে জানিয়েছেন নবগঠিত সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ রবিবার বিকেলে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে বিদেশিদের সমালোচনা প্রসঙ্গে আশরাফ বলেন, আমরা কী নির্বাচন নিয়ে তাদের মতামত জানতে চেয়েছি? বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিদেশিরা আমাদেরকে এ ব্যাপারে ভয়-ভীতি দেখিয়ে সফল হতে পারেনি।

নতুন মন্ত্রিসভায় প্রভাবশালীদের অনেকের স্থান না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত সরকারে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি প্রধানমন্ত্রী তাদের এই মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিয়েছেন।

বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে সৈয়দ আশরাফ বলেন, যখন সবাই মিলে একটি ঐক্যমতে পৌঁছানো যাবে, তখনই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তাদের (বিএনপি) অবশ্যই জামায়াত ও জঙ্গীদের সঙ্গ ত্যাগ করতে হবে। এছাড়া তাদের অবশ্যই ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করতে হবে।

 

অন্যান্য বাংলাদেশ রাজনীতি