জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আজ রবিবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের শপথ গ্রহণের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে সিএমএইচ থেকে সংসদে স্পিকারের কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এরশাদ। এরপর তিনি বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন।
বেলা সাড়ে ৩টার দিকে এরশাদ বঙ্গভবনে যান। অনুষ্ঠাস্থলের সামনের সারিতে সহধর্মিনী ও দশম সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পাশের সিটে বসেন তিনি।