নতুন বছরে নতুন সরকার গঠনকে সামনে রেখে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কেটেছে শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহ। জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারি ছুটি থাকায় ৫ জানুয়ারি পুঁজিবাজার বন্ধ ছিল। এছাড়া ৬ থেকে ৯ জানুয়ারি চার কর্মদিবসের তিনদিনই বাজারে সূচকের উন্নতি ঘটে। সপ্তাহের শুরু নেতিবাচক প্রবণতায় হলেও পরের দিনগুলোতে তা থেকে বেরিয়ে আসে দেশের উভয় পুঁজিবাজার। এতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। যার কারণে নতুন সপ্তাহ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীরা বলছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও পূর্বের তুলনায় বাজার বর্তমানে ইতিবাচক আচরণ করছে। ফলে তারা আশা করছেন, ক্রমন্বয়ে বাজার সামনের দিকে এগিয়ে যাবে। এক্ষেত্রে তারা বাজারকে কারসাজি মুক্ত রাখার জন্য নতুন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।
বিনিয়োগকারী আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক অস্থিরতার ব্যাপকতা থাকলেও গত সপ্তাহে তা ছিল তুলনামূলক কম। এটাই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এনে দেয়। তারই প্রতিফলন ঘটে বাজারের লেনদেনে। তিনি আশা করেন, অচিরেই রাজনৈতিক সংকট কেটে যাবে। এর ফলে তারা একটি স্থিতিশীল বাজার পাবেন।
এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ও লেনদেনের সাথে সমন্বয় রেখে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত শেয়ারের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছে। তারা মনে করনে, রাজনৈতিক অস্থিরতা নিরসন হলে বাজার পুরাপুরি স্থিতিশীল হবে।