যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিতরা নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। মোটামুটি ক্লিন মন্ত্রিসভা হয়েছে, টেম্পটেডরা (লোভী) নেই বললেই চলে।
বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের আগে আজ রবিবার বেলা ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আপনি কোন মন্ত্রণালয়ে থাকছেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি যেখানে আছি সেখানে আমার কিছু কিছু ড্রিম প্রজেক্ট (স্বপ্নের প্রকল্প) বাস্তবায়নে ব্যাপারে অতৃপ্তি আছে। সেজন্য আমার ব্যক্তিগত ইচ্ছা ও আগ্রহ আছে। এখানে থাকলে কাজটা কন্টিনিউ করতে পারবো। তবে রাখা না রাখা প্রধানমন্ত্রীর ইচ্ছা।
জাতীয় পার্টির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি যদি আমার কাছে অপেনিয়ান (মতামত) চায়, তাদের বলবো শক্তিশালী একটা বিরোধী দল দরকার। সরকারে থেকে সরকারের সমালোচনা করা যায় না। এখন প্রধানমন্ত্রী যদি তাদেরকে একোমোডেট করেন সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। জাতীয় পার্টি থেকে ৪/৫ জন মন্ত্রিসভায় থাকছেন বলে জানান তিনি।