সাড়ে ৯ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।গতকাল শুক্রবার রাত দেড়টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ের সূত্র জানায়, কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন স্থানে শুক্রবার রাত দেড়টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৮০৩আপ একটি কন্টেনারবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে
শনিবার সকাল ৮টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা নাগাদ উদ্ধার কাজ শেষ। এরপর থেকে আবরা ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস চিতোষীতে, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস লাকসামে, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ফেনীতে আটকা পড়ে।