প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের মনে শান্তি এলেও একজনের মনে শান্তি ছিল না। তিনি আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়া। আন্দোলনের নামে, জঙ্গিবাদীদের নিয়ে খুন-খারাবি করেছেন। ট্রাকে আগুন দিয়ে অশান্তি বেগম গরুকেও হত্যা করছেন।
তিনি আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।
শেখ হাসিনা বলেন, এই উদ্যানেই পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করে। শ্রীমতি ইন্দিরা গান্ধী বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করে বঙ্গবন্ধুকে ফিরিয়ে নিয়ে আসেন ১০ জানুয়ারি।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬-তে আমরা সরকার গঠন করে প্রমাণ করি সরকার উন্নয়নের জন্য। পরবর্তীতে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি। আওয়ামী লীগকে সহজে নিশ্চিহ্ন করা যাবে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় বাংলাদেশ দুর্নীতির দেশ, সন্ত্রাসের দেশ, লুটপাটের দেশে পরিণত হয়। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। আর আমরা অর্থনীতিকে উন্নত করি।