আবারও মহাকাশে বানর পাঠাল ইরান

আবারও মহাকাশে বানর পাঠাল ইরান

ইরান দ্বিতীয়বারের মতো মহাকাশে সফলভাবে বানর পাঠানোর দাবি করেছে। মহাকাশ কর্মসূচিতে ইরানের সফলতা হিসেবে তরল জ্বালানির বিশেষ এক ধরনের রকেট প্রযুক্তির উন্নয়ন করেছে বলেও দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

২০১৯ সাল নাগাদ মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা থেকে ইরান মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের চালু করা মহাকাশ কর্মসূচি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সময় নতুন গতি পেয়েছে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ফারগাম’ নামের বানরটি মহাকাশ ভ্রমণ শেষে সুস্থভাবে পৃথিবীতে ফিরে এসেছে। মহাকাশে সফলভাবে বানর পাঠানোর জন্য দেশটির বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে ইরানের এ মহাকাশ কর্মসূচিকে ভালোভাবে দেখছে না পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলো মনে করে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি আদতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিরই প্রচেষ্টা, যদিও ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। কবে, কখন নতুন প্রযুক্তির রকেটে করে দ্বিতীয়বার মহাকাশে বানর পাঠানো হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ না করায় ইরানের সফলতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো সংশয় প্রকাশ করেছে।

এছাড়াও ভবিষ্যতে মহাকাশে মানুষ ও চাঁদে মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে তেহরানের। সে লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি মাসের পর এই নিয়ে দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে মহাকাশে বানর পাঠাল তারা। এর আগে জানুয়ারি মাসে তেহরান দাবি করেছিল, মহাকাশে সফলভাবে একটি বানর পাঠিয়েছে তারা। ‘পিশগ্যাম’ নামের রকেটের মাধ্যমে বানরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ মাইল ওপরে কক্ষপথের কাছাকাছি জায়গায় পাঠানো হয়। পরে বানরটি সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। সে সময় ইরানের রায় টেলিভিশনে বানরটির একটি ছবি দেখানো হয়। বানরটি একটি ফিতাওয়ালা পোশাক পরে ছিল।

অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি