সিরাজগঞ্জে ট্রেনে বোমা নিক্ষেপ, সহকারী ট্রেনচালক আহত

সিরাজগঞ্জে ট্রেনে বোমা নিক্ষেপ, সহকারী ট্রেনচালক আহত

সিরাজগঞ্জের জামতৈল ও সলপ রেলষ্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনে দুর্বত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রেনের একজন সহকারী চালক আহত হয়েছে। তবে বোমাটি একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বাইরে পড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে শিবিরের ঝটিকা মিছিল থেকে ২টি ট্রাক, ৪টি সিএনজি অটোরিকশা এবং ৪টি নসিমন ভাঙচুর করা হয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধ্বার ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর এক্সপেস ট্রেনটি সিরাজগঞ্জ জেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে যাত্রাবিরতির পরে রওনা দেয়। রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি জামতৈল-সলপ রেলষ্টেশনের মাঝামাঝি কামারখন্দ উপজেলার ঝটিবাড়ি নামক স্থানে পৌঁছালে রেললাইনের ডান পাশ থেকে দুবৃত্তরা ট্রেনের ইঞ্জিনকে লক্ষ্য করে একটি পেট্রল বোমা ছোড়ে। এ সময় বোমাটি ডান পাশ ঢুকে বামপাশের জানালা দিয়ে বাইরে পড়ে যায়। ফলে চালকের আসনে বসা সহকারী চালক মাহাবুবুর রহমানের পরিহিত জ্যাকেটে আগুন ধরে যায়। এ সময় তাত্ক্ষণিক জ্যাকেটটি খুলে বাইরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় চালকের হাত ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে উল্লাপাড়া রেলষ্টেশনে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর উক্ত ট্রেনেই রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহী রেলওয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, ধারণা করা হচ্ছে, জামায়াত-শিবির-বিএনপির নেতা-কর্মীরা ইঞ্জিনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সংবাদ বাংলাদেশ