শপথ গ্রহণ করেননি এরশাদ

শপথ গ্রহণ করেননি এরশাদ

আওয়ামী লীগের সংসদ সদস্যদের পর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সকাল সোয়া ১১টার দিকে তারা শপথ গ্রহণ করেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ গ্রহণ করেননি। বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ জানিয়েছিলেন, এরশাদ বৃহস্পতিবারই শপথ নিবেন। দশম সংসদ নির্বাচন বর্জণের ঘোষণা দেয়ার পর র‌্যাব সদস্যরা এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। তার পক্ষে দেয়া একাধিক বিবৃতিতে দাবি করা হয় এরশাদ হাসপাতালে আটক রয়েছেন। বুধবার সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়।

অন্যান্য রাজনীতি শীর্ষ খবর