খালেদার বাসার সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার

খালেদার বাসার সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার

বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী প্রত্যাহার করা হয়েছে। ফলে টানা ১৩ দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ওই বাসার সামনের চিত্র।

বুধবার সকাল থেকেই গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা ভবনের’ সামনে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা চলে যান। একই সঙ্গে বাসার সামনের সড়কে ব্যারিকেড হিসেবে রাখা গাড়িও সরিয়ে নেওয়া হয়। বাসার সামনে এখন স্বাভাবিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা রয়েছেন।

প্রসঙ্গত, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর ২৫ ডিসেম্বর রাত থেকেই সরকার বেগম খালেদা জিয়াকে নিজ বাসভবনে অবরুদ্ধ করে রাখে। এ সময় ওই বাসা এবং গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বাসার সামনের সড়কে জলকামান মোতায়েন এবং বাঁশকল ছাড়াও একাধিক বালুবোঝাই ট্রাক আড়াআড়ি রেখে ব্যারিকেড তৈরি করা হয়। এ ক’দিন তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী দূরের কথা, আত্মীয় স্বজনকেও দেখা করতে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর