ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের শিরোপা জিতেছে ঢাকা বিভাগ (দক্ষিণ)। বরিশালের বিপক্ষে ফাইনাল ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ঢাকাকে বিজয়ী ঘোষণা করা হয়।
যশোর শাসমুল হুদা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অল-আউটের আগে ২৬১ রান করে ঢাকা। রনি ফয়সাল ৭২, মো. আসিফ ৫৯ রান করেন। বরিশালের আল ইমরান খান ৫৬ রানে চারটি এবং মইনুল ইসলাম ৩৮ রানে তিনটি উইকেট নেন।
জবাব দিতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় বরিশাল। ঢাকার ফায়জুর রহমান ২২ রানে চারটি ও মেহেদি হাসান ২৫ রানে চারটি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৭ রান তুলে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। তাদের ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ ৬৪ এবং আরিফুল ইসলাম ৬৩ রান করেন।
৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত সময়ে নয় উইকেটে ২১২ রান তুলতে পারে বরিশাল। আল ইমরান খান ৭১, মনজুরুল হাসান ৩৯ রান করেন। ঢাকার সামিউল হাসান ৬৯ রানে পাঁচটি এবং মেহেদি হাসান ৬৪ রানে চারটি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন ঢাকার ফাইজুর রহমান। সিরিজের সেরা ব্যাটসম্যান চট্টগ্রামের আসির আলী, সিরিজ সেরা বোলার সিলেটের রাহাতুল ফেরদোস ও সিরিজ সেরা ক্রিকেটার বরিশালের আল ইমরান খান।