টানা হরতাল অবরোধে বিপর্যস্ত গোটা দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষদের অনেককেই অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানালেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ইনজুরি থেকে ফিরে গতকাল অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা তো না খেললেও ঘরে বসে অন্তত তিন বেলা খেতে পারি। কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষের কি অবস্থা! কতই না কষ্টে তারা দিনযাপন করছেন। যারা দিন এনে দিন খায় তাদের কথা চিন্তা করে হলেও আহ্বান জানাতে চাই, দেশে শান্তি ফিরে আসুক।’
১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। শ্রীলঙ্কা সিরিজের আগেই এই টুর্নামেন্ট প্রস্তুতিতে দারুণ সহায়তা করবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘বিসিএল আমাদের অবশ্যই সহায়ক হবে। এখানে সেরা চারটি দল খেলবে। প্রথম দুই ম্যাচ আমরা সবাই খেলতে পারব। তারপর অনুশীলনে নেমে যাব।’
এর আগে কখনোই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। মুশফিক বললেন ভালো খেলতে পারলে ওদেরকে হারান সম্ভব। ‘গত বছর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ভালো খেলেছি। তাই ভয় পাওয়ার কারণ নেই। তবে এটা ঠিক যে, আমাদের চেয়ে তাদের রেকর্ড অনেক ভালো। কিন্তু ভালো খেললে জয় পাওয়া সম্ভব।’
এশিয়া কাপ বাংলাদেশে হবে কিনা তা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মিটিংয়ে সেই শঙ্কা কেটে গেছে। এ সম্পর্কে মুশফিক বলেন, ‘এশিয়া কাপ যে বাংলাদেশেই হচ্ছে এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। আশা করব আগেরবার যেভাবে খেলে ফাইনালে উঠেছি এবারও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা বাংলাদেশকে যাতে সুখের কান্না উপহার দিতে পারি, দুঃখের কান্না নয়।’