একই স্থানে ত্বকী মঞ্চ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি –

একই স্থানে ত্বকী মঞ্চ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি –

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও শামীম ওসমান সমর্থক জেলা ছাত্রলীগ বুধবার পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে।

সূত্র জানায়, পাঁচ দিন আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা-ের ১০ মাস পূর্তি উপলক্ষে বুধবার শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জমায়েত ও আলোক প্রজ্জলের ঘোষণা দেয় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

এ নিয়ে যখন প্রস্তুতি প্রায় চূড়ান্ত তখন একই স্থানে মাত্র একদিন আগে পাল্টা সমাবেশের ডাক দেয় শামীম ওসমান সমর্থিত জেলা ছাত্রলীগ। একই সময়ে একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি নিয়ে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।

সূত্র জানা, গত ৩ জানুয়ারি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ত্বকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ বুধবার বিকেলে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও আলোক প্রজ্জলন কর্মসূচির আয়োজন করে।

এদিকে বুধবার বিকেলে একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে নগর যুবলীগের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে এ ঘোষণা দেন নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।

শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু জানান, বুধবার বিকেলে সমাবেশ করবে জেলা ছাত্রলীগ। আমাকে ঘোষণা দিতে আহ্বান জানিয়েছিল ছাত্রলীগের নেতারা। এ কারণে আমি ঘোষণা দিয়েছি মাত্র। তবে বুধবার শহীদ মিনারে অন্য কোনো সংগঠনের সমাবেশ রয়েছে কিনা সে বিষয়ে আমি কিছু জানি না।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, সমাবেশ উপলক্ষে যা প্রয়োজন তার সবকিছুই করে নিয়েছেন তারা। তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, বুধবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে সমাবেশের বিষয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েছে।

বাংলাদেশ রাজনীতি