অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে পুরান ঢাকার মিটফোর্ড রোডের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
“অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। একট পক্ষ প্রধান ফটক ভেঙে ছাত্রবাসে ঢোকে এবং হামলা চালায় বলে আমরা জানতে পেরেছি।”
আহতরা হলেন- অ্যাঞ্জেল, শরিফ, পারভেজ, অঙ্কুর, আসাদুজ্জামান, রকি ও শফি। এদের মধ্যে অ্যাঞ্জেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ওই ছাত্রাবাস থেকে ৫৩ জনকে আটক করে।
এদিকে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সকাল থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রলীগ। এ সময় তারা ক্যাম্পাসে একটি চেয়ারে আগুন ধরিয়ে দেয়।