কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশের বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ব্যালট পেপার। জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের তারাগুনিয়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুই হাজার ৫০০ ব্যালট ছিনতাই হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেল চারটার দিকে ভোটকেন্দ্রের পাশের বাঁশবাগান থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করেন।
প্রিসাইডিং কর্মকর্তা নান্নু মিয়া জানান, বেলা দুইটার দিকে এসব ব্যালট পেপার ছিনতাই হয়। তবে কতগুলো ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি। ছিনতাই ঘটনার পর কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ হয়ে গেলেও বিজিবি মোতায়েনের পরে আবার তা শুরু হয়।
এর আগে, প্রিসাইডিং কর্মকর্তা নান্নু মিয়া দাবি করেন একদল লোক ভোটকেন্দ্রের একটি ঘরে সংরক্ষিত তিন হাজার ৮০০ ব্যালটের মধ্যে দুই হাজার ৫০০টি ব্যালট ছিনতাই করে নিয়ে যায়।