বিগ ব্যাশে সুযোগ পেয়ে জাত চেনালেন সাকিব আল হাসান। মাত্র ৩০ বলে ঝড়ো ব্যাটিং এর ইনিংস খেলে করেছেন ৪৬ রান। এর মধ্যে তিনটি চার ও দুটি দর্শনীয় ছয় মুগ্ধতা বাড়িয়ে দেয় গ্যালারিতে।
সাকিব আলা হাসান প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে সুযোগ পান। বোথাম চোট পেয়ে দলার বাইরে চলে গেলে সাকিবকে ডাকা হয়। আর সুযোগ পেয়েই দেখিয়ে দিলেন বাংলাদেশি বিশ্বসেরা এই অল রাউন্ডার।
সিডনি সিক্সার্স শুরুতেই হোচট খায়। ৩২ রানে চার উইকেট হারিয়ে নাজুক অবস্থানের দলকে টেনে তোলেন তিনি। নাথান রিয়ারডনকে সাথে নিয়ে ৮০ রানের এক প্রয়োজনীয় জুটি গড়েন।
ব্যাটিং শেষে সাকিব বলেন, বিগ ব্যাশে এটা আমার অভিষেক। শুরুতেই আমার দল চাপে পড়ে। তাই আমার দায়িত্ববোধ বেড়ে যায়। চেয়েছি এই জুটিতে ১৫০ রান করার। ১৫ ওভার খেলতে চেয়েছি।
বোথার ইনজুরিজনিত অনুপস্থিতিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে সাকিবকে চেয়েছে অ্যাডিলেড স্ট্রাইকারস। সপ্তাহ দুয়েকের মধ্যে তাদের নিয়মিত অধিনায়কের ইনজুরি সেরে যাওয়ার কথা। তবে এর মধ্যে সাকিব দুর্দান্ত পারফর্ম করলেও বেশি দিন তাদের হয়ে খেলতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যে শুরু হয়ে যাচ্ছে ২৭ জানুয়ারি। বিগ ব্যাশ অভিযান শেষ করে এর আগেই দেশে ফিরবেন সাকিব।