অবশেষে গণতন্ত্রেরই বিজয় হলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। রবিবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ভোটগ্রহণ পরবর্তী আওয়ামী লীগের পক্ষ থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল বলেন, ‘সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’ এ জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা লক্ষ্য করুন বিএনপি এই নির্বাচনকে বানচাল করার জন্য কত চেষ্টা করেছে। কিন্তু তাদের এই চেষ্টাকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
তোফায়েল বলেন, বিএনপি এই নির্বাচনকে বানচালের জন্য সারা দেশে তাণ্ডবলীলা চালিয়েছে। কত মায়ের কোল খালি করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে নিষ্পাপ শিশু বলি হয়েছে। হরতাল দিয়েছে তারা, মানুষ পুড়িয়েছে। কিন্তু জনগণ উপলব্ধি করতে পেরেছে তাদের দূরভিসন্ধি। তাই শত বাধা সত্ত্বেও তারা ভোটকেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে।
বিদেশি পর্যবেক্ষকদের কথার উদাহরণ টেনে তোফায়েল বলেন, দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষক আশুতোষ নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন স্বচ্ছ্ব হয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সারা দেশের ১৮ হাজার কেন্দ্রে মধ্যে মাত্র ১৫২টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই থেকে বোঝা যায় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। বিএনপি জামায়াতকে নিয়ে যে পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা করেছিল তা ভেস্তে গেছে। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে ডেকেছিলাম নির্বাচনে। তারা আসেননি। স্বচ্ছ্ব ব্যালট বাক্সে ভোটগ্রহণ হয়েছে। তারা আসতেন আমরা হয় হারতাম না হয় জিততাম এটা কোনো ব্যাপার নয়। কিন্তু তারা জামায়াতকে ছাড়া নির্বাচন করবে না