ভোটকেন্দ্রে ও ব্যালট পেপার অগ্নিসংযোগ করার কারণে সারাদেশে ৩৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।
কুমিল্লায় ৪টি, দিনাজপুরে ৫টি, যশোরে ৬টি, গাইবান্ধায় ২টি, চট্টগ্রামে ২টি, নীলফামারীতে ২টি, লক্ষীপুরে ২টি, হবিগঞ্জ ও ফেনীতে ১টি করে মোট ৩৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে রংপুরের পীরগাছার ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজ দখল নেওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে একযোগে সকাল ৮টা থেকে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।