সারাদেশে চলছে ভোটগ্রহণ

সারাদেশে চলছে ভোটগ্রহণ

সারাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দেশের ৫৯ জেলায় ১৪৭টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় গতকাল শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, বড় চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়, ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।

এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ৩১টি ভোটকেন্দ্র, চট্টগ্রামের সাতকানিয়া, নীলফামারী, দিনাজপুর, লক্ষীপুর, হবিগঞ্জ, যশোরের মোট ১৪টি এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের একটিসহ ৪৬টি কেন্দ্রের ব্যালট পেপার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় এসব কেন্দ্রে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

 

অন্যান্য