ভোটকেন্দ্রে অগ্নিসংযোগে সিইসির উদ্বেগ

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগে সিইসির উদ্বেগ

নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি দাবি করেছেন এসব ঘটনার পর নির্বাচন সুষ্ঠু। সকালে নির্বাচন কমিশনে মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, যে সব কেন্দ্রে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তা নতুন করে তৈরির কাজ চলছে। সব কাজ সম্পন্ন করেই  রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নাশকতার দায় কে নেবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কারা এসব করছে তা আপনারা দেখছেন, দেশবাসী দেখছে। আমরা কী করছি তাও দেশবাসী দেখেছে। জনগণেই বিচার করবে। তিনি বলেন, আমি ব্যক্তিগত অনুভুতি বলতে চাই না। দেশবাসী দেখবে।  তিনি বলেন, নির্বাচনের সঙ্গে আপনারা যারা জড়িত আছেন। এনিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য প্রকাশ করবেন। অনেক ক্ষেত্রে অসত্য তথ্য কমিশনকে বিভ্রান্তি করে। আমাদের গোপন তথ্য প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করবেন। আপনারা দেশবাসীকে আসল সংবাদ জানাবেন।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর