রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার প্রকৃত অবস্থান সম্পর্কে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছেন। বিএনপি’র একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে আশ্বাস দিয়ে বলেন, তিনি বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনবেন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে ৮-সদস্যের প্রতিনিধিদলটি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে বেরিয়ে আসার পর রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন।
করিম বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রীকে তার গুলশানের বাসভবন থেকে বের হতে এবং দলের শীর্ষ নেতৃবৃন্দকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ‘গৃহবন্দী’ কি-না তারা বুঝতে পারছেন না। তারা খালেদা জিয়ার প্রকৃত অবস্থান পরিষ্কার করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।
প্রেসসচিব আরো বলেন, রাষ্ট্রপতি ধৈর্যযের সঙ্গে তাদের বক্তব্য শোনেন। রাষ্ট্রপতি তাদের বলেন, তিনি দেশে শান্তি বিরাজমান দেখতে চান। তিনি চান দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকুক।