পেট্রলবোমাসহ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

পেট্রলবোমাসহ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

নাশকতার প্রস্তুতিকালে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পেট্রলবোমাসহ তিনি ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনালে বাসে আগুন দেয়ার সময় দুটি পেট্রোল বোমা ও দিয়াশলাইসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)।
বুধবার রাত ৮টার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন ওই তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টিই তাদের উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, পেট্রলবোমাসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা ও ছাত্রলীগকর্মী লিমন ও রানাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তারা দোষী প্রমাণিত হলে আমি তাদের শাস্তি দাবি করছি।
তবে ছাত্রলীগের একটি পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলে ব্যবহারের জন্য তাঁরা পেট্রল কিনে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে য়ায়।

বাংলাদেশ রাজনীতি