জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জাতীয় পার্টি ৫ জানুয়ারির নির্বাচনে যাবে না। এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন দাবি করে ভিডিও বার্তায় ববি হাজ্জাজ এ কথা বলেন।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত ববি হাজ্জাজ বলেন, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টির চেয়ারম্যান শুরু থেকে এটা বলে আসছেন। সামনেও তিনি এ মত পাল্টাবেন না। যারা এর বাইরে বিভিন্ন রকমের কথা বলছেন, তাদের সঙ্গে জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।
ববি বলেন, নির্বাচন সম্পর্কে চেয়ারম্যানের অবস্থান কখনই বদলায়নি। প্রথম থেকে তিনি একটাই ডিসিশন জানিয়েছেন সেটা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। এটা হতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। উনি একবারও মত বদলাননি এবং আগামীতেও বদলাবেন না। তিনি প্রথম থেকে বলে আসছেন দেশের মানুষকে একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে চান। তার এ মত তিনি আগেও বদলাননি, আগামীতেও বদলাবেন না মত।