প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের বৈঠক

প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের বৈঠক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন আইনজীবীরা। বৈঠকে আইনজীবীদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, সাবেক এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার রাজা, সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। বৈঠকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা-সমাবেশ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বৈঠকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে সমাবেশ না করার সিদ্ধান্ত হয়েছে। তবে সমিতি ভবনে-প্রাঙ্গণে সভা-সমাবেশ করা যাবে। কেউ মিছিল নিয়ে বের হতে চাইলে মাজার গেট দিয়ে বের হওয়া যাবে। অন্যদিকে, শ.ম রেজাউল করিম বলেন, সুপ্রিম কোর্ট চত্বরে কোন সমাবেশ না করার সিদ্ধান্ত হয়েছে। সমাবেশ করতে হলে আইনজীবী সমিতি ভবনে করতে হবে।
এর আগে গতকালও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সরকার ও বিরোধী সমর্থক আইনজীবীরা। সরকার সমর্থকদের দু’টি গ্রুপ গতকাল আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেছেন। কর্মবিরতির কর্মসূচি শেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে। সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী এক জরুরি সাধারণ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবেই সুপ্রিম কোর্টে হামলা করা হয়েছে। এ হামলায় জড়িতদের সঙ্গে কোন ধরনের আপস করা হবে না। সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ নির্লজ্জভাবে সত্য গোপন করেছেন বলেও অভিযোগ করেন এজে মোহাম্মদ আলী। এর আগে সকালে সরকার সমর্থক আওয়ামী আইনজীবী পরিষদ ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশ হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন সমাবেশে বলেন, বহিরাগতদের নিয়ে এসে পবিত্র অঙ্গন সুপ্রিম কোর্টের মর্যাদাহানি করা হয়েছে। ভবিষ্যতে বহিরাগতদের নিয়ে এসে নৈরাজ্য সৃষ্টি করা হলে প্রতিহত করা হবে। আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলনে বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দলীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানান সভাপতি আব্দুল বাসেত মজুমদার। সুপ্রিম কোর্টে রবি ও সোমবার হামলার প্রতিবাদে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন বিরোধী সমর্থক আইনজীবীরা।

অন্যান্য বাংলাদেশ