জাতীয় দলের সেরা ওপেনিং ব্যাটসম্যানস তামিম ইকবালকে জরিমানা গুনতে হচ্ছে। মঙ্গলবার মিরপুর বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটে ফাইনালে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারকে নিয়ে বাজে মন্তব্য করায় তার জরিমানা করা হয়।
বিজয় দিবস টি-টোয়েন্টিতে ইউসিবি-বিসিবি একাদশের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। ফাইনালে সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭৫ রানের জয়ের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নেমে মাত্র দুই রান করেই স্পিনার সোহাগ গাজীর বলে আউট হন তামিম। আম্পায়ার তাকে আউট দিলে ক্রিজ থেকে চলে যাওয়ার সময় নিজের আউট নিয়ে বাজে মন্তব্য করেন তিনি।
আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত ও এনামুল হক ম্যাচের দায়িত্ব পালন করছিলেন। খেলা শেষ হওয়ার পর তৃতীয় ম্যাচ রেফারি এস এম রকিবুল হাসান তামিমকে (দশ হাজার টাকা) জরিমানা করেন।