যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের সঙ্গে শুরু হওয়া শান্তি আলোচনাকে আরও ফলপ্রসূ করতে ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। এ নিয়ে তিন দফায় মোট ১০৪ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলো দেশটি। আজ মঙ্গলবার সকালে এই বন্দীদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বন্দীদের মুক্তির বিষয়ে তেলআবিব কর্তৃপক্ষ জানায়, সকালে দু’টি ভ্যান ১৮ বন্দীকে নিয়ে ওফের জেল থেকে বেরিয়ে রামাল্লার দিকে রওয়ানা হয়। এছাড়া গাজা থেকে তিন জন ও পশ্চিম জেরুজালেম থেকে আরও পাঁচ বন্দীকে মুক্তি দেওয়া হয়।
গত জুলাইয়ে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার পর ইজরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের চার ধাপে মুক্তি দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।