জ্যাক ক্যালিস একজন পুরো দস্তুর অলরাউন্ডার। ব্যাটিং এবং বোলিংয়ে সমান্তরালেই এগিয়েছেন তিনি। গ্যারি সোবার্সকে পেছনে ফেলতে পেরেছেন কিনা, তা ভবিষ্যৎ বলবে। তবে বিদায় বেলায় নিজেকে আরও একবার সেরার আসনে বসিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার এই জীবন্ত কিংবদন্তি। গতকাল টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের শেষ ইনিংসে ১১৫ রান করে ৪৫তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। সে সঙ্গে ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড়কে। তারই অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৫০০ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংসে। ভারত নিজেদের প্রথম ইনিংসে ৩৩৪ রান করেছিল। ১৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দলীয় ৮ রানেই হারিয়েছে মুরালি বিজয়ের উইকেট। ক্রিকেটের মহারাজা শচীন টেন্ডুলকার টেস্টে ১৫৯২১ রান করে অনেকটা দূরত্ব বজায় রেখে সবার উপরে অবস্থান করছেন। তবে এরপরের স্থানগুলোতে তেমন একটা পার্থক্য নেই। ১৩৩৭৮ রান নিয়ে রিকি পন্টিং আছেন দ্বিতীয় স্থানে। ক্যারিয়ারের শেষ ইনিংসে সেঞ্চুরির সুবাদে জ্যাক ক্যালিস ১৩২৮৯ রান নিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ছিল ১৩২৮৮ রান! অন্তত আরও একটা রেকর্ড দিয়েই জ্যাক ক্যালিস টেস্ট ক্রিকেটে পথ চলা শেষ করলেন। ১৬৬ টেস্টে ক্যালিসের সংগ্রহে বিশাল অঙ্কের রান ছাড়াও রয়েছে ২৯২টি উইকেট। বৃষ্টিবিঘ্নিত টেস্ট। নাহলে টেস্টটা নিঃসন্দেহে জিততে পারত দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে নাইটওয়াচম্যান ডেল স্টেইনকে নিয়ে উইকেটে ছিলেন জ্যাক ক্যালিস। এর আগেই ২৯৮ রানে ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়াসরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে স্টেইন-ক্যালিস করলেন ৮৬ রান! শেষ পর্যন্ত গতকাল অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ৫০০ রান সংগ্রহ করে। ক্যালিস ছাড়াও প্রোটিয়াসদের ইনিংসে আলভিরো পিটারসেন ৬২, ভিলিয়ার্স ৭৪, রবিন পিটারসেন ৬১ রান করেন। রবীন্দ্র জাদেজা একা ৬ উইকেট নিলেও রানের গতি থামাতে ব্যর্থ হন। ম্যাচটা জয়ের জন্য আরও একটা দিন রয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে। ক্যালিসকে আরও একটা জয় উপহার দিতে পারবেন স্মিথরা!