শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ

শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। শমসের মবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পুলিশ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কেন নিয়ে যাচ্ছে তা জানি না। তবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় চেয়ারপারসনের অপর দুই উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমানকে আটক করার জন্য পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা দ্রুত খালেদা জিয়ার বাসভবনে ঢুকে পড়লে পুলিশ তাদের আটক করতে পারেনি।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৪টা ৩০মিনিটে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য গুলশানের বাসভবনে প্রবেশ করেন উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। এর পরপরই আসেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বৈঠক শেষে চেয়ারপারসনের বাসভবনে কিছু সময় অবস্থানের পর তিনজন একসঙ্গে বের হন। এ সময় তাদের সবাইকে পুলিশ আটকের চেষ্টা করে, কিন্তু  দুই উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে দ্রুত খালেদা জিয়ার বাসভবনে ঢুকে পড়েন।

 

রাজনীতি শীর্ষ খবর