অনির্দিষ্টকালের জন্য অবরোধ

অনির্দিষ্টকালের জন্য অবরোধ

পহেলা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ৩১ ডিসেম্বর সারা দেশের জেলা, উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।

আজ সোমবার রাত সোয়া ৮ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন তার বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।

খন্দকার মাহবুব হোসেন জানান, ১ জানুয়ারি ভোর ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলেন। কিন্তু তারা রবিবার মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজউদ্দিন ও সোমবার আরেক মুক্তিযোদ্ধা ও চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে স্বৈরাচারি আচরণ করেছে।

২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ছিল ১৮ দলীয় জোটের। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের মুখে নেতা-কর্মীরা রাস্তায় নামতে পারেননি। খালেদা জিয়াও পুলিশের বাধায় বাসভবন থেকে বের হতে না পেরে আজও একই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। কিন্তু আজও তিনি পুলিশের বাধার মুখে পড়ে বাড়ি থেকে বের হতে পারেননি। বাড়ির সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়।

রাজনীতি শীর্ষ খবর