প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দলের আন্দোলনের মূল লক্ষ্য হলো মানুষ হত্যা। যা অত্যন্ত দুঃখজনক।’ আজ সোমবার গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল গ্রহণ শেষে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে কোন বাধা নেই। তবে আন্দোলনের নামে সহিংসতা ও মানুষ হত্যা বন্ধ করতে হবে।’
সকালে প্রাথমিক ও গণশিা এবং শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এবার প্রাথমিক শিা সমাপনী পরীায় গড় পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৬১ জন। অন্যদিকে সমমানের ইবতেদায়ি শিা সমাপনী পরীায় গড় পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৫৩ জন। প্রধানমন্ত্রীর পাশের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষাক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।