যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবীতে শুক্রবার বিকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর-ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত কর’ স্লোগানে  মোঃ রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (এম.পি)।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিসেস হাসিনা দৌলা। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ৪০ বছর পার হয়ে গেছে- এখনও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। আসুন আমরা সকলে মিলে যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করে ষড়যন্ত্রের রাজনীতিকে প্রতিহত করি। সাভার উপজেলার ওয়ার্কার্স পার্টির সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০দফা দাবীর ভিত্তিতে গণসংগ্রামের মাধ্যমে গণজাগরনের সৃষ্টির বিষয়ে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আলোচনা হয়। এছাড়া সাভার উপজেলা বাস্তহারাদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ শীর্ষ খবর